ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

ছাড়েই নজরে ‘বেঙ্গল ফোম’

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ছাড়েই নজরে ‘বেঙ্গল ফোম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দিচ্ছে বেঙ্গল অ্যাডহেসিভ অ্যান্ড কেমিক্যাল প্রোডাক্টস লিমিটেডের বেঙ্গল ফোম।
 
বেঙ্গল ফোম ছাড়াও বেঙ্গল ম্যাট্রেস, ডিজাইন ফোম, হেড পিলো, সাইড পিলো, কুশন, কুশন কভার, কমফোর্টার, টোন, বেডশিট, টাওয়েলসহ বিভিন্ন অ্যাডহেসিভ প্রোডাক্টে ছাড়ের ছড়াছড়ির ফলে মেলায় সব বয়সি ক্রেতাদের নজর কাড়ছে দেশীয় এ প্রতিষ্ঠানটি।


 
মেলায় বেঙ্গল ফোমের ৪৯ নং মিনি প্যাভেলিয়নটি বেডশিট, ফোম, মেট্রেস, কমপোটার, বেবিসেট আর পিলো দিয়ে সাজানোর ফলে দূর থেকে মনে হবে সুসজ্জিত একটি রুম।
 
সম্পূর্ণ কটন (সুতা) কিংক সাইজ (৮৮ থেকে ৯৫ ইঞ্চি বড় খাটের জন্য) বেডশিট কিনতে আসা গৃহিণী সুলতানা রাজিয়া বাংলানিউজকে বলেন, বেঙ্গলের বেডশিটে ভবলিন ওঠে না। সাইজ একেবারে খাট জোড়া, রঙ জ্বলে না।

কয়েকটি রঙে আঁকা বলে রুমের শ্রী বাড়িয়ে দেয়। মেলায় ২৫ শতাংশ ছাড়ে ১২শ’ টাকার বেডশিট ৯শ’ টাকায় পেয়ে খুশি তিনি।
 
বেবিসেট কিনে ২০ শতাংশ ছাড় পেয়ে খুশি মিরপুর থেকে আসা গৃহিণী রেজওয়ানা।

তিনি বাংলানিউজকে বলেন, বেঙ্গল বেবিসেট মানে খুবই ভালো। মেলায় বেবিসেট কিনতেই আসা।
 
বেঙ্গলের সিনথেটিক ফাইবার তৈরি কমপোটার কিনতে আসা ব্যবসায়ী জিহাদ নূর বাংলানিউজকে জানান, কমপোটার কম্বলের মতো দেখতে হলেও কম্বল নয়। অত্যন্ত হালকা, তবে খুবই গরম।
 
বেঙ্গল ফোমের দায়িত্বে থাকা সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ স্বরূপ কুমার সাহা বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে বেডশিটে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। বেঙ্গলের কিংক সাইজ বেডশিটের চাহিদা খুবই বেশি। মান ভালো হওয়ায় ক্রেতাদের আকৃষ্টও করেছে। এ ছাড় শুধু মেলার জন্য।
 
বেডশিট ছাড়াও ফোম ও মেট্রেস ১৫ শতাংশ ও বেবিসেটে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশাল এ ছাড়ের কারণে গত এক সপ্তাহে বিকিকিনি খুবই ভালো।
 
কমপোটারের চাহিদার কথা তুলে ধরে স্বরুপ বলেন, সিনথেটিক ফাইবার দিয়ে এতে ভবলিন ওঠে না, নষ্ট হয় না। ধুলেও কোনো সমস্যা হয় না।
 
বেঙ্গলের পিলো (মাথার বালিশ, সাইড বালিশ) বাজারের ব্র্যান্ডেড বলে মেলায়ও এর চাহিদা বেড়েছে বলে জানান স্বরুপ।
 
তিনি বলেন, সিনথেটিক বলে এ বালিশ অনায়াসে ধোয়া যায়। এছাড়া অ্যাডহেসিভ পণ্যে (চামড়া, কাঠ, ফ্লাইউড, কাগজ, ইউপিভিসি আঠা) ৭ থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

** প্যাকেজে নজর কাড়ছে ‘নাবিস্কো’
** ভিজিটে পুরস্কার দিচ্ছে পারটেক্স ফার্নিচার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।