ঢাকা: মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী দাতো মুস্তপা মোহাম্মদ তিনদিনের সফরে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন।
সফরকালে তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি ও চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে দুই মন্ত্রীর আলোচনা করার কথা রয়েছে।
এছাড়া বৈঠকে শ্রমশক্তি রপ্তানি ও বাংলাদেশে বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে ওই কর্মকর্তা জানান।
জানা যায়, মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশকে ২৯৭টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। তবে বৈঠকে আরও পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হতে পারে।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। গত অর্থবছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ২ হাজার ৮৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশ সে দেশে রপ্তানি করেছে মাত্র ১শ’ ৩৫ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫