ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিনের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চীনে যাচ্ছেন।
২০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী দল চীনের বিসিআইএম বিজনেস ফোরাম এবং বিজনেস কাউন্সিল মিটিং এ অংশগ্রহণের উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা ত্যাগ করবেন।
কাজী আকরাম উদ্দিন চীনের হাংজুতে বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমারের বিজনেস ফোরাম ও বিজনেস কাউন্সিল এবং বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করবেন।
আগামী ১৫ জানুয়ারি বিজনেস ফোরামে দু’বছরের জন্য বাংলাদেশকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে। কাজী আকরাম উদ্দিন বাংলাদেশের পক্ষে বিজনেস কাউন্সিলে সভাপতিত্ব গ্রহণ করবেন।
ব্যবসায়ী প্রতিনিধি দলে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কে এম আকতারুজ্জামান, শাহজালাল মজুমদার, গোলাম মহিউদ্দীন, সালাউদ্দিন আলি আহ্মেদ, প্রাক্তন পরিচালক এ.কে.এম. শামসুদোহা, মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, বিটিএমএ মহাসচিব ফিরোজ আহমেদ, পেন্টা গ্রপের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি মাহাবুব রহমান কাজী, মোহাম্মদ হোসাইন আলমগীর, বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দীন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫