ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জ্বালানি সাশ্রয়ী টিভিএস মেট্রো প্লাস বাজারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
জ্বালানি সাশ্রয়ী টিভিএস মেট্রো প্লাস বাজারে ছবি: দিপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টিভিএস অটো বাজারে নিয়ে এলো আধুনিক স্টাইল ও শক্তিশালী ইঞ্জিনসম্পন্ন মোটরসাইকেল ‘টিভিএস মেট্রো প্লাস’। যা প্রতি লিটার পেট্রোলে চলবে ৮৬ কিলোমিটার।


 
রোববার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে নতুন মডেলের এই বাইকটির বাজারজাতকরণের উদ্বোধন করা হয়।

বাইকটি বাজারজাতকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।

এ সময় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বাইকটির নানাদিক তুলে ধরেন টিভিএসের ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান।
 
তিনি জানান, বাইকটি ১০৯ দশমিক ৭ সিসি শক্তি সম্পন্ন, যা বেশ জ্বালানি সাশ্রয়ী। প্রতি লিটার পেট্রোলে এই বাইক চলবে ৮৬ কিলোমিটার, যা এই শ্রেণীর মোটর সাইকেলের মধ্যে সর্বোচ্চ। এতে রয়েছে ইকোথ্রাস্ট ইঞ্জিন, যা দেয় চমৎকার ফোর স্ট্রোক পারফরম্যান্স। অধিক টর্ক নিশ্চিত করায় এতে পিকআপ বেশি। ফলে মাত্র ৭ দশমিক ৬ সেকেন্ডেই ৬০ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার স্পিড তোলা যায়।

টিভিএস মোট্রো ৭ বছর থেকে বাজারে রয়েছে। এবার আরো উন্নত প্রযুক্তি যোগ করে আনা হয়েছে টিভিএস মেট্রো প্লাস। সেলিব্রেটি স্কারলেট, অস্কার ব্লাক ও শো স্টপার ব্লু  -মোট এই ৩টি কালার কম্বিনেশনের নতুন এ বাইকটি পাওয়া যাবে দেশজুড়ে টিভিএস অনুমোদিত সকল ডিলার পয়েন্টে।

সম্পূর্ণ নতুন বাইটির উদ্বোধনী উপলক্ষ্যে মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। সর্বোচ্চ ৩০ হাজার কিলোমিটার পর্যন্ত অথবা ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয়া হবে, জানান আতিকুর রহমান।
 
এ সময় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের টু হুইলারের হেড অব বিজনেস বিপ্লব কুমার রায়, টিভিএস অ্যান্ড সনস’র কল্লোল চৌধুরী, টিভিএস মোটর কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রাজিক ফরিদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।