ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ভোজ্যতেলের ওপর এক স্তরে ভ্যাট নির্ধারণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ভোজ্যতেলের ওপর এক স্তরে ভ্যাট নির্ধারণ ছবি : ফাইল ফটো

ঢাকা: শর্তসাপেক্ষে ভোজ্যতেলের ওপর তিন স্তরের পরিবর্তে এক স্তরে ভ্যাট নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে এখন থেকে আমদানির পর্যায়ে শুধু ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের।

অর্থাত্ উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট দিতে হবে না। এ ভ্যাট অব্যাহতি সুবিধা ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত পাবেন ব্যবসায়ীরা।

গত সোমবার(১৬ ফেব্রুয়ারি’২০১৫) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোজ্যতেল উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় সব কর হতে ভ্যাট আইনের ৩১, ৩২ ও ৩৫ ধারা অনুযায়ী অব্যাহতি দেওয়া হল। তবে হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। এ সুবিধা ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিতে পারবেন ব্যবসায়ীরা।

এনবিআর সূত্র জানায়, ১৫.০৭ ও ১৫.০৮ হেডিংভুক্ত পরিশোধিত সয়াবিন তেল এবং ১৫.১১ ও ১৫.১৮ হেডিংভুক্ত পরিশোধিত পাম অয়েল আমদানিকারক ব্যবসায়ীরা ভ্যাট অব্যাহতির সুবিধা পাবেন।

তবে রেপসিড অয়েল, কোলজা সিডস অয়েল এবং কেনোলা অয়েল আমদানিকারক ব্যবসায়ীরা অব্যাহতি সুবিধা পাবেন না।

এর আগে অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন তেল, পাম তেল, পাম অলিন এবং সানফ্লাওয়ার তেলের ওপর আমদানি পর্যায়ে ১০ শতাংশ, উত্পাদন ও সরবরাহ পর্যায়ে ট্যারিফ মূল্যের ওপর ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৪ শতাংশ ভ্যাট দিতে হতো।

সব মিলিয়ে তিন স্তরে ১৪ দশমিক ৮৮ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। নতুন নিয়মের ফলে এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ছাড়া আর কোনো ভ্যাট দিতে হবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।