ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পেট্রোল বোমায় দগ্ধদের চিকিৎসায় অনুদান দিল এনবিএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, ফেব্রুয়ারি ২০, ২০১৫
পেট্রোল বোমায় দগ্ধদের চিকিৎসায় অনুদান দিল এনবিএল ছবি: সংগৃহীত

ঢাকা: দেশব্যাপী চলমান সহিংসতায় দগ্ধদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণভবনে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার ও রিক হক সিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ব্যাংকের পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করেন।



পেট্রোল বোমা হামলার শিকার হয়ে যেসব সাধারণ মানুষ দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।