ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সুইডেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সুইডেন

ঢাকা: তৈরি পোশাক, সিরামিক, চামড়া, ওষুধ শিল্পসহ বিভিন্ন সেক্টরে আরো বিনিয়োগ করতে আগ্রহী সুইডেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।



প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, সুইডেন বাংলাদেশ বিষয়ে তার উন্নয়ন পরিকল্পনা প্রসারিত করেছে। ২০২১ সাল পর্যন্ত এটি বাড়ানো হয়েছে।

বাংলাদেশের উন্নয়নে সুইডেন তার সহায়তা অব্যহত রাখবে বলেও জানান রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।

প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, আগামীতে সরকার তাকে সব ধরনের সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** বিএনপির নব্য মুক্তিযোদ্ধা এবং মান্না ভাইয়ের স্বপ্ন দোষ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।