ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইএলওকে শ্রমিকদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ২, ২০১৫
আইএলওকে শ্রমিকদের স্মারকলিপি

ঢাকা: রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আইএলওকে স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা।

সোমবার (০৩ মার্চ) রাজধানীর গুলশানে ঢাকাস্থ আইএলও’র কার্যালয়ে এ স্মারকলিপি দেন শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।



বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বেলা পৌনে একটার দিকে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডির হাতে এ স্মারকলিপি তুলে দেন।

এর আগে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ বেলা এগারটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত আইএলও অফিসের সামনে অবস্থান করেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে আইএলও। কিন্তু রানা প্লাজার দুঃস্থ শ্রমিকদের এখনো কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।

যত দ্রুত সম্ভব তাদের (রানা প্লাজা শ্রমিকদের) পুনর্বাসন নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।