ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

অনুমোদনহীন খরচের অভিযোগ ৮ ব্যাংকের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, মার্চ ৬, ২০১৫
অনুমোদনহীন খরচের অভিযোগ ৮ ব্যাংকের বিরুদ্ধে ছবি: ফাইল ফটো

ঢাকা: কাগজ-কলমে হিসাব না রেখে বেনামে খরচের অভিযোগ পাওয়া গেছে বেসরকারি খাতের আট ব্যাংকের বিরুদ্ধে।

ব্যাংকগুলোর ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থ বছরের হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।



ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের আয়-ব্যয়ের সব ধরনের হিসাব নিকাশ করতে লিখিত কাগজ (ভাউচার) ব্যবহার করতে হবে।

কিন্তু মার্কেন্টাইল, প্রাইম, সাউথ ইস্ট, পূবালী, এক্সিম, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি ও ইসলামী ব্যাংক গত দুই অর্থ বছরে ২৩৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৪৯২ টাকা খরচ করেছে। যার কোনো কাগজপত্র বা ভাউচার খুঁজে পায়নি অডিটররা।

আয়-ব্যয়ের হিসাবে যোগ না করেই কাগজপত্র ছাড়াই খরচ করেছে এসব টাকা। এই খরচের  মধ্যে রয়েছে- মার্কেন্টাইল ব্যাংকের ৫৭ কোটি ৭১ লক্ষ ১শ’ ৬৮ টাকা, প্রাইম ব্যাংকের ৩৭ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪শ’ ৫৮ টাকা, সাউথ ইস্ট ব্যাংকের ৩৪ কোটি ৭৮ লক্ষ ৮১ হাজার ৯শ’ ৬৩ টাকা, পূবালী ব্যাংকের ১৮ কোটি ২৩ লক্ষ ৯৬ হাজার ৭৫ টাকা, এক্সিম ব্যাংকের ২৩ কোটি ৮৮ লক্ষ ৯৯ হাজার ৯শ’ ২২ টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৫ কোটি ৮৩ লক্ষ ৫০ হাজার ৬শ’ ২০ টাকা, ইসলামী ব্যাংকের ৪ কোটি ১৩ লক্ষ ১৩ হাজার ১৬ টাকা, এনসিসি ব্যাংকের ১ কোটি ৮ লক্ষ ১৭ হাজার ২শ’ ৭০ টাকা।

এছাড়াও ৫টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত লভ্যাংশ করের ২২ কোটি ৬৬ লক্ষ ৫৬ হাজার ২ শত ৬ টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
 
বৃহস্পতিবার সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির ২১তম  বৈঠকে এসব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

কমিটির সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বাংলানিউজকে বলেন, ব্যয়ের হিসাব না রেখে খরচ করায় উল্লেখিত ব্যাংকগুলোর বিরুদ্ধে কর আদায়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।