ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দশ মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি ৭ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, মে ৫, ২০১৫
দশ মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি ৭ শতাংশ

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম দশমাসে রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক চার শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিলে রেমিটেন্স বাড়লেও মার্চ মাসে কিছুটা কমেছে।



বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 
এতে দেখা যায়, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) মাসে দেশে ১ হাজার ২৫৫ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৭২ কোটি ৫৭ লাখ ডলার।

একক মাস হিসাবে গত এপ্রিলে দেশে ১২৯ কোটি ৩৭ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। আগের মাস মার্চে এর পরিমাণ ছিল ১৩৩  কোটি ২৪ লাখ ডলার। এই হিসাবে আগের মাসের তুলনায় ৪ কোটি ৪৬ লাখ ডলার বা ৩ দশমিক ৩৩ শতাংশ কম রেমিটেন্স এসেছে।

আর আগের বছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১২৩ কোটি ৫ লাখ ডলার। এ হিসাবে চলতি বছরের এপ্রিলে আগের বছরের এপ্রিলের তুলনায় ৬ কোটি ৩২ লাখ ডলার বা ৫ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ৪৬ লাখ ডলার। আগের মাসে এর পরিমাণ ছিল ৪৩ কোটি ৫২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৬৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে এপ্রিল মাসে।

আর মার্চে এসব ব্যাংকের মাধ্যমে এসেছিল ১ কোটি ৭১ লাখ ডলার। এপ্রিলে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৬৫ লাখ ডলার যা মার্চে ছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়া এপ্রিল মাসে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল ১ কোটি ৫৮ লাখ ডলার। আগের মাসেও একই পরিমাণ রেমিটেন্স এসেছিল এসব ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।