ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মে ২০, ২০১৫
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান রেশাদুর রহমান ও রোকসানা জামান

ঢাকা: ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশাদুর রহমান। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় ভাইস চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হয়েছেন রোকসানা জামান।

রেশাদুর রহমান দেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা, দেশে এবং বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে তিনি জড়িত। শিল্পখাতে তার অভিজ্ঞতা দীর্ঘ ৩০ বছরের। তিনি বেশ কয়েকটি পেশাদারি প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সুনাম অর্জন করেছেন। ব্যবসায়িক কাজে তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশে পোল্যান্ডের অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অপরদিকে রোকসানা জামান একজন অভিজ্ঞ ব্যবসায়ী এবং দেশের প্রখ্যাত নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি মানেহর ফিশারিজ অ্যান্ড ঢাকা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর।

১৯৯৬ সালে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ব্যবসায় আসেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ঢাকা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ব্যাংকের নির্বাহী কমিটি এবং অডিট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সিএসআর কার্যক্রমের সাথেও তিনি জড়িত।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।