ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পূবালী ব্যাংককে ভয়েস ডাটা বাল্ক এসএমএস সেবা দেবে এয়ারটেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, মে ২৩, ২০১৫
পূবালী ব্যাংককে ভয়েস ডাটা বাল্ক এসএমএস সেবা দেবে এয়ারটেল

ঢাকা: পূবালী ব্যাংককে বিরামহীন ভয়েস, সর্বোচ্চ গতির ডাটা এবং সর্বোত্তম দক্ষতার বাল্ক এসএমএস সেবা দেবে বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে এয়ারটেল ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।



শনিবার (২৩ মে) পূবালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

এয়ারটেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংক এয়ারটেলের ভয়েস, ডাটা এবং বাল্ক এসএমএস সেবা উপভোগ করতে পারবে।

এয়ারটেলের কর্পোরেট সেবাসমূহ ক্রমেই সমাদৃত হচ্ছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিগুলোর মাধ্যমে কো¤পানিগুলো তাদের কর্মীদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারবে।

এয়ারটেলের চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সোহেল রেজা, হেড অফ বিজনেস সলিউশন জাফরি শামীম, কর্পোরেট সেলস ম্যানেজার জয়নুল আবেদিন চিশতী, কি অ্যাকাউন্ট ম্যানেজার সুমন কুমার বিশ্বাস এবং পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম এ হালিম চৌধুরী, জিএম এবং সিটিও মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার এস কে গোলাম মোহাম্মদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।