ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ২৪, ২০১৫
মৌলভীবাজার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০০তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এ শাখার উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শমস্-উল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) কামরুজ্জামান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ফিরোজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।