ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে জনতা ব্যাংকের ক্রেডিট শীর্ষক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, মে ২৪, ২০১৫
রাজশাহীতে জনতা ব্যাংকের ক্রেডিট শীর্ষক প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জনতা ব্যাংক ট্রেনিং সেন্টার রাজশাহীর উদ্যোগে ‘এসএমই ফাইন্যান্স অ্যান্ড জেনারেল ক্রেডিট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা ২টায় রাজশাহী জনতা ব্যাংক ট্রেনিং সেন্টারে কোর্সের ‘রাইট টু ইনফরমেশন অ্যাক্ট-২০০৯’ সেশনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



সেশনটি পরিচালনা করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ড. নাসরিন লুবনা।

এ সময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক ট্রেনিং সেন্টার রাজশাহীর অফিস প্রধান এজিএম তাপস কুমার মজুমদার, কোর্স কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, অনুষদ সদস্য আব্দুল হাই ও আবু রায়হান।

প্রশিক্ষণ কোর্সে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।