ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দুগ্ধ খামারীদের জন্য ২শ’ কোটি টাকার তহবিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৬, জুন ৫, ২০১৫
দুগ্ধ খামারীদের জন্য ২শ’ কোটি টাকার তহবিল

ঢাকা: দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে খামারীদের জন্য দুইশ’ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
 
বৃহস্পতিবার (৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক  দেশের সব তফসিলি ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংককে এ খাতে বিনিয়োগের জন্য নিদের্শনা দিয়েছে।


 
তহবিলের নাম হবে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কিম।
 
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে করা চুক্তি মোতাবেক রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো ছাড়াও সব বেসরকারি ব্যাংক এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন ও সুদ ভর্তুকি সুবিধা গ্রহণ করতে পারবে।
 
৫ বছর মেয়াদের এই প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৩ বছরের জন্য ৫ শতাংশ সুদে ঋণ প্রদান করতে পারবে ব্যাংকগুলো। বিতরণ করা ঋণের টাকা গ্রাহককে প্রদেয় ব্যাংককেই আদায়ের ব্যবস্থা করতে হবে।
 
আদায় করতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর চলতি হিসাব থেকে তা সমন্বয় করবে কেন্দ্রীয় ব্যাংক।  
 
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।