ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

যাত্রা শুরুর তিন মাসেই আন্তর্জাতিক স্বীকৃতি লা মেরিডিয়ানের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, অক্টোবর ১৫, ২০১৫
যাত্রা শুরুর তিন মাসেই আন্তর্জাতিক স্বীকৃতি লা মেরিডিয়ানের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অানুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর মাত্র তিন মাসের মধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেল লা মেরিডিয়ান হোটেল।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ১১তম ‘হসপিটালিটি ইন্ডিয়া অ্যান্ড এক্সপ্লোর দ্যা ওয়ার্ল্ড অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে লা মেরিডিয়ানকে ‘দক্ষিণ এশিয়ার সর্বাধিক সৃজনশীল নকশা ও বিলাসবহুল সুযোগ সুবিধা সম্বলিত ব্যবসায়িক হোটেল’ শ্রেণীতে পুরস্কৃত করা হয়।



নয়াদিল্লির অশোক হোটেলের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় পর্যটন, বেসামরিক বিমান চলাচল ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ড. মহেশ শর্মার থেকে পুরস্কার গ্রহণ করেন হোটেলের জেনারেল ম্যানেজার অশনি নায়ার।

বৃহস্পতিবার লা মেরিডিয়ান হোটেলের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।