ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফুড প্রো মেলা

বম্বে সুইটসের গিফট প্যাকেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, অক্টোবর ১৬, ২০১৫
বম্বে সুইটসের গিফট প্যাকেজ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: গুণগত মানসম্মত মুখরোচক খাবারের গিফট প্যাকেজ নিয়ে হাজির হয়েছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড। এসব গিফট প্যাকেজসহ অন্যান্য পণ্যে সর্ব্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।


 
ছাড় ও গিফট প্যাকেজ কিনতে হলে ক্রেতাদের আসতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ফুড প্রো মেলায়।
 
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে’র স্টলে ঢুঁ মারতেই দেখা গেলো ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। কেউ বিভিন্ন প্যাকেজ ও পণ্য সম্পর্কে ধারণা নিচ্ছেন। আবার অনেকেই প্যাকেজসহ অন্যান্য পণ্য কিনছেন।
 
স্টল সূত্র জানায়, প্যাকেজের মধ্যে রয়েছে পাঁচ প্যাকেট জুসি। এ প্যাকেজ কিনলে এক প্যাকেট ফ্রি জুসি পাওয়া যাবে। ১০০ টাকার মূল্যের গিফট প্যাকেজে আছে রিং চিপস, আলুজ, মিস্টার টুইস্ট, স্লান্টি, কর্নটস, ১৫০ গ্রাম চানাচুর, দুই প্যাকেট জুসি। এ প্যাকেজে ৩০ টাকা ছাড় দেওয়া হয়েছে।
 
দুই প্যাকেট ৩৫০ গ্রাম বম্বে চানাচুর কিনলে ফ্রি পাওয়া যাবে ৫০ গ্রাম বম্বের মশলা। আর দুই প্যাকেট ডালমুঠ চানাচুর কিনলে ফ্রি পাওয়া যাচ্ছে এক প্যাকেট জুসি।
 
এছাড়া ৫ প্যাকেট আলুজের সঙ্গে এক প্যাকেট ফ্রি, বম্বে সুইটস মালয়েশিয়ান পরোটার সঙ্গে দু’টি ভিন্ন প্যাকেজের সঙ্গে পাঁচ ও দশ টাকা ছাড়ও পাবেন ক্রেতারা।
 
এসব প্যাকেজের বাইরে বম্বে পটেটো ক্র্যাকার্স, মিস্টার টুইস্টস, রিং চিপস, কর্নটস, স্লান্টি খুচরা কিনতে পারছেন ক্রেতারা।
 
বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড’র সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং সুবীর সাহা জানান, বম্বে সুইটসের গিফট অফারগুলো ক্রেতারা খুবই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন। অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে। মূলত মেলা উপলক্ষে ভোক্তাদের কাছে মানসম্মত পণ্যগুলো সহজেই পৌঁছে দেওয়ার জন্যই এ ছাড়।
 
এছাড়া উপহারও বলা যাবে। কেননা বম্বে সুইটসের এ মুখরোচক খাবারগুলো ইতিমধ্যে বাজারে অনেক বেশি সুনাম অর্জন করেছে।
 
এদিকে ফুড প্রো মেলার সঙ্গে চলছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রের প্রদর্শনী নিয়ে ‘অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৫’ এবং চাল উৎপাদন ও প্রক্রিয়াজতকরণের যন্ত্রপাতির প্রদর্শনী নিয়ে ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৫’।
 
মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ইন্সপায়ারড প্রকল্প এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন (ইথ্রি সল্যুশন)।
 
এবারের মেলায় বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, হল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ১৩০টি প্রতিষ্ঠানের ২৩০টি স্টল রয়েছে।
 
মেলা সবার জন্য উন্মুক্ত। সকাল ১০টা থেকে রাত সাতটা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন দর্শানার্থীরা। বিস্তারিত জানা যাবে ০১৭১৩৩৮৬০৬২ ও www.foodpro.com.bd থেকে। আগামী শনিবার শেষ হবে এ মেলা।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
একে/জেডএস

** স্কয়ারের খাদ্যপণ্যের প্যাকেজে বিশেষ ছাড়
** ব্যবসায়ী-দর্শনার্থীর সমাগমে প্রাণবন্ত তিন মেলা
**  আখের বিকল্প সুগারবিটে চিনি উৎপাদন
** নজর কেড়েছে স্বাদে মানে অনন্য ‘ডেন কেক’
** কৃষি ও খাদ্যপণ্য নিয়ে তিন মেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।