ঢাকা: বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা প্রকল্পের আওতায় স্বল্প সুদে বিদেশি মুদ্রায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে সাউথইস্ট ব্যাংক।
এ ঋণের আওতায় সাউথইস্ট ব্যাংক থেকে উদ্যোক্তারা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারবেন।
বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ ও সাউথইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিআর/আরএম