বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: রিহ্যাব মেলার শেষ দিন রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম।
মেলার শেষদিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও চলছে ভাঙনের সূর।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে মেলা প্রাঙ্গণে সরেজমিনে গেলে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
বুধবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ আবাসন মেলা শুরু হয়। শুরুর দিকে দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও শেষ দিনে একেবারেই কম।
তবে এবারের মেলায় অন্যবারের চেয়ে বেশি ক্রেতার সাড়া মিলেছে বলে জানিয়েছে মেলায় অংশ নেওয়া একাধিক প্রতিষ্ঠান।
গত ২৩ ডিসেম্বর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ আবাসন মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এবারে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৯৫টি। এরমধ্যে আবাসন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নেয়। এছাড়াও ছিলো বিভিন্ন অর্থলগ্নিকারী ব্যাংক।
এবারের রিহ্যাব মেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিলো বসুন্ধরা আবাসিক এলাকা এবং উত্তরায় কোনো ফ্ল্যাট পাওয়া যায় কিনা। একই সঙ্গে বড় ফ্ল্যাটের চাইতে ছোট ফ্ল্যাটের দিকে ক্রেতাদের নজর ছিল বেশি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএম/বিএস