ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে প্লাস্টিক পণ্যের সঙ্গে ১২ লাখ কর্মী জড়িত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
দেশে প্লাস্টিক পণ্যের সঙ্গে ১২ লাখ কর্মী জড়িত ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে প্লাস্টিক পণ্যের সঙ্গে ১২ লাখ কর্মী জড়িত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়শনের (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদদীন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরান‍া পল্টনে অ্যাসোসিয়েশনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।



জসিম উদদীন বলেন, আমরা বছরে সরাসরি ১ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য ভারতসহ বিভিন্ন দেশে রফতানি করছি। তবে প্রচ্ছন্ন রফতানির পরিমাণ মোট ৩ হাজার কোটি টাকা। প্রতিবছর ২০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন করা হয়। আগামী বছর বাংলাদেশ থেকে এসব পণ্য রফতানি আরও বাড়বে।

প্লাস্টিক খাত থেকে প্রতিবছরে সরকারকে ২ হাজার কোটি টাকা রাজস্ব দেওয়া হয় বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএস/টিআই





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।