ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের তিনদিনের কমর্সূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের তিনদিনের কমর্সূচি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদার অবনমন করার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্যাংক চত্বরে এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।



কর্মসূচির মধ্যে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ও বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ব্যাংক চত্বরে মানববন্ধন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় একই স্থানে প্রতীকী কলম বিরতি।

এর আগে সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদার অবনমন করার প্রতিবাদের বিক্ষুব্ধ কর্মকর্তারা ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। দুপুর ২টা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত চলে এ প্রতিবাদ কর্মসূচি।

এতে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের নবীন কর্মকর্তাদের (এডি) বিসিএস ক্যাডারদের সমমর্যাদা এবং সর্বোচ্চ কর্মকর্তা নির্বাহী পলিচালকদের (ইডি) গ্রেড-১ দেওয়ার দাবি জানান।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে বংলাদেশ ব্যাংকে বিক্ষুব্ধ ওই কর্মকর্তারা একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও পে-স্কেলে মর্যাদার অবনমন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসই/এসইউজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।