ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনামসজিদ বন্দরে কারপাস প্রথার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সোনামসজিদ বন্দরে কারপাস প্রথার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কারপাস প্রথার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনামসজিদ কাস্টমস চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



পরে সোনামসজি জিরো পয়েন্টে পায়রা উড়িয়ে ও গাড়ি পারাপারের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে কারপাস প্রথার উদ্বোধন করা হয়।

রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল  জাকির হোসেন, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ জুনাইদ আলম খান, ভারতের মালদা কাস্টমসের সহকারী কমিশনার সুকুমার ঘোষ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি কবিরুল ইসলাম, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু, আবদুল আওয়াল, স্থলবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ফখরুল আমিন চৌধুরী ও সাঈদ আহমেদ রুবেল প্রমুখ।

বক্তারা জানান, কারপাস প্রথা হচ্ছে ভারত থেকে রফতানি করা পণ্য তিনটি চালান রশিদের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হবে। ওই রশিদে পণ্যের নাম, তালিকা, ওজন ও অন্যান্য তথ্য থাকবে। রশিদগুলো বাংলাদেশের বন্দরে দায়িত্বপ্রাপ্তরা গ্রহণ করে একটি রশিদ ভারতে ফেরত পাঠাবেন।

এর ফলে ট্রাকে পণ্য সম্পর্কে যাবতীয় ধারণা পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কাস্টমস কর্তৃপক্ষ। এতে দুর্নীতি রোধ সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।