ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ১৫তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার (০৬ মার্চ) থেকে শুরু হচ্ছে। নগরের সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী এ বাণিজ্য মেলা চলবে ০৫ এপ্রিল পর্যন্ত।



রোববার সন্ধ্যায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্স।

ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক শফিকুর রহমান লাবলু বলেন, বাণিজ্য মেলায় ১৫৩টি স্টল ও ১২টি প্যাভিলিয়ন থাকবে।

অংশ নেবে ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশ। এ বছরের মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো থাকবে ওয়াইফাই জোন, মিউজিক্যাল ফোয়ারা।

শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় কিডস জোনসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।

মেলার নিরাপত্তা সম্পর্কে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেসার্স এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, এবার মেলায় নিরাপত্তা জোরদার করতে পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে।

এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টল ও প্যাভিলিয়নে। মেলা প্রাঙ্গণে হ্যান্ড মেটাল ডিটেক্টরসহ সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা,  মার্চ ০৫, ২০১৬
এমআরএম/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।