ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চা আমদানিতে থাকছে ৮৯ শতাংশ শুল্ক‍

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
চা আমদানিতে থাকছে ৮৯ শতাংশ শুল্ক‍ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): আমদানিকারকদের নিরুৎসাহিত করতে আসন্ন বাজেটে চা আমদানির ওপর ৮৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

শনিবার (০৫ মার্চ) বেলা ১১টায় শ্রীমঙ্গলে প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) অডিটরিয়ামে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) ৫১তম বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধনে তিনি এ কথা জানান।



মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, আসন্ন বাজেটে চা আমদানির ওপর ৮৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। দেশের বাজারে নিম্নমানের খাদ্য তালিকায় চা আসা বন্ধ ও আমদানিকারকেরা যেন চা আমদানিতে নিরুৎসাহিত হন সেজন্য এ শুল্কারোপ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের চা শিল্পের জমির যথাযথ এবং সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিবছরই বাগানগুলোতে চা সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।

চা উৎপাদনের জন্য জমি লিজ নেওয়া চা বাগানের জমিগুলোতে রাবার চাষ বন্ধ করার পক্ষেও মত দেন বোর্ডের চেয়ারম্যান।

চা নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চায়ের উৎপাদন খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিকভাবে চায়ের বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশ চা বোর্ড ‌‘স্ট্যাটেজি প্ল্যান ফর টি ইন্ডাস্ট্রিজ ২০২১’ এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। যা ইতোমধ্যে মন্ত্রিপরিষদের অনুমোদনও পেয়েছে।

‘এখন তা সংসদে পাস হলে এটি আইন আকারে গৃহীত হবে এবং তা পুরো চা শিল্পের জন্যে একটি ভবিষ্যৎ দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে,’ বলেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশীয় চা সংসদ সিলেট সার্কেলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।

অন্যদের মধ্যে বিটিআরআই) পরিচালক ড. মাইনউদ্দিন আহমেদ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত নির্বাহী (গবেষণা ও উন্নয়ন) এস এল পোদ্দার ও জেরিন চা বাগানের ব্যাবস্থাপক সেলিম রেজা এবং ন্যাশনাল টি কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) এমএ আওয়াল প্রমুখ।  

বিটিআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শামীম আল মামুনের সঞ্চলনায় প্রশিক্ষণ কোর্সে ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে চা, এমএম ইস্পাহানি, ন্যাশনাল টি কোম্পানি (এটিসি), বিটিআরআই, চা বোর্ড, প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এবং ব্যক্তিমালিকাধীন বেশ কয়েকটি চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ মোট ৪২জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এ কোর্স ১০ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
বিবিবি/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।