ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দক্ষতা উন্নয়ন বিরোধ, মুহিতকে চুন্নুর কড়া চিঠি

এস এম আববাস, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
দক্ষতা উন্নয়ন বিরোধ, মুহিতকে চুন্নুর কড়া চিঠি আবুল মাল আব্দুল মুহিত ও মুজিবুল হক চুন্নু

ঢাকা: জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল-সচিবালয়ের (এনএসডিসি) মতো একটি প্রতিষ্ঠান থাকার পরেও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নামের নতুন প্রতিষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর এ নিয়ে প্রতিবাদ জানিয়ে অর্থমন্ত্রীর কাছে কড়া চিঠি (ডিও) দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

 
 
চিঠিতে প্রতিমন্ত্রী বলেছেন, ‘এলোকেশন অব বিজনেস অনুযায়ী ‘কর্মসংস্থান’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম প্রধান ম্যান্ডেট। চলমান এই জাতীয় প্রতিষ্ঠানের অনুরূপ এবং একই কাজের জন্য আরো একটি প্রতিষ্ঠান কাজে দ্বৈততা সৃষ্টি করবে। সার্বিকভাবে জাতীয় দক্ষতা উন্নয়ন কার্যক্রম ব্যহত হবে’।  
 
গত জুন মাসে অর্থ বিভাগ প্রকাশিত ‘দক্ষতা উন্নয়ন, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার’ শীর্ষক পুস্তিকার মুখবন্ধে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নামের স্বতন্ত্র প্রতিষ্ঠান করার ঘোষণা দেন।
 
এরপর গত ১৪ জুলাই প্রতিবাদ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আনুষ্ঠানিক চিঠি দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। চিঠিতে অর্থমন্ত্রীর সুচিন্তিত পদক্ষেপ আশা করেছেন চুন্নু।   
 
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের বিপরীতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে ভিন্ন কোনো মতলব নিয়ে। দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার অর্থ হাতানোর পাঁয়তারা এটি। অর্থমন্ত্রীকে দিয়ে একই ধরনের এই আলাদা প্রতিষ্ঠান গঠনের চেষ্টা করছে কোনো একটি বিশেষ মহল।  
 
অর্থ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনএসডিসি’র নির্বাহী কমিটির প্রধান (চেয়ারম্যান)। প্রতিষ্ঠানটির সাচিবিক দায়িত্ব পালন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি অর্থ সহায়তায় শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করে। এর আগে প্রতিষ্ঠানটি ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১’ প্রণয়ন করে। রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থদের সাইকো-সোশ্যাল কাউন্সিলিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া বর্তমানে এনএসডিসি আইনের খসড়া প্রস্তুতসহ নানা কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠান।  
 
অর্থ বিভাগের প্রকাশনায় ‘দক্ষতা উন্নয়ন-উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার’ শীর্ষক পুস্তিকার মুখবন্ধে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের নির্বাহী কমিটি কার্যকরি হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ অনুমোদিত ও বলব‍ৎ হয়েছে। দক্ষতা উন্নয়নের এ কার্যক্রমকে এগিয়ে নিতে ‘জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল’ (এনএইচআরডিএফ) গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে’।  
 
অর্থমন্ত্রী আরো বলেন, ‘দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনএসডিএ) শীর্ষক একটি স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে উচ্চ উৎপাদনশীল দক্ষ জনশক্তির সহায়তায় বাংলাদেশ উচ্চতর প্রবৃদ্ধির সোপানে আরোহন করতে পারবে’।  
 
‘দক্ষতা উন্নয়ন-উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার’ শীর্ষক পুস্তিকায় অর্থমন্ত্রীর এই ঘোষণা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নজরে এলে প্রতিমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।  
 
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।