ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল ২০তলা সম্প্রসারণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল ২০তলা সম্প্রসারণের নির্দেশ

ঢাকা: আরও বেশি মানুষকে চিকিৎসাসেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ভেঙে ২০তলা ভবনে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

অন্যদিকে বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকায় অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আগের নাম ছিল মিটফোর্ড হাসপাতাল। স্যার সলিমুল্লাহ মেডিকেল  তৎকালীন মিটফোর্ড হাসপাতাল তৈরির প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৮২০ সালে।

হাসপাতাল দু’টির সামনের দিকের হেরিটেজ অথবা ব্রিটিশ নির্মাণশৈলি রেখে ভেতরের অংশকে সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭  হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বর করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৭৯৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হাসপাতাল দু’টির সামনের দিকটা রেখে ভেতরের অংশ সম্প্রসারণ করতে হবে। বুড়িগঙ্গার ওপারেও সলিমুল্লাহ মেডিকেল কলেজের জমি আছে। সেখানেও হাসপাতাল নির্মাণ করতে হবে। এরপর বুড়িগঙ্গার দুই পারে হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে সেতু নির্মাণ করে দিতে হবে’।

হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে কি-না, সেটিও দেখতে হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দিক ঠিক রেখে ভেতরের অংশে ২০তলা ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু হাসপাতাল দু’টি ব্রিটিশরা নির্মাণ করেছেন, সেজন্য হেরিটেজের দিকে খেয়াল রাখতে বলেছেন’।

বৈঠকে ঢাকা মহানগরে বিভিন্ন বস্তিতে কম-বেশি প্রায় ৩ হাজারটি ওয়াটার পয়েন্ট স্থাপনে ৬০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ৬০ কোটি টাকা দ্রুততম সময়ে খরচ করে এক বছরের মধ্যেই নিম্ন আয়ের মানুষকে নিরাপদ পানির সুবিধা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিনিকল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সুগারবিট ফার্মে তাপমাত্রা সঠিকভাবে দেখতে হবে। এসব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এমআইএস/এএসআর

** একনেকে ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।