ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আগামী ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।

এর মধ্যে বেসরকারি খাতে ১৬ দশমিক ৬ শতাংশ এবং সরকারি খাতে ১১ দশমিক ৯ শতাংশ ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুদ্রানীতির ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে চলতি অর্থবছরে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির হার গত অর্থবছরের তুলনায় কমানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এ মুদ্রানীতি ঘোষণা করেন। আতিউর রহমানের পদত্যাগে চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মুদ্রানীতি ঘোষণা করলেন।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান, এসকে সুর চৌধুরী, চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, অর্থনৈতিক উপদেষ্টা আক্তারুজ্জামান, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে ‘সংযত ও সঙ্কুলানমুখী’ বলে অভিহিত করেছে। এর মাধ্যমে তারা বাজারে টাকার প্রবাহ নিয়ন্ত্রণের বিষয়ে একদিকে সতর্ক থাকবে, অন্যদিকে চাহিদা অনুযায়ী বাজারে টাকার প্রবাহ বাড়াবে বা কমাবে। তবে সার্বিকভাবে বাজারে টাকার প্রবাহ বাড়ানো হবে। কখনও বেশি বেড়ে গেলে বা মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিলে তা কমানো হবে।

নতুন মুদ্রানীতি আগামী ছয় মাসের জন্য ঘোষিত হলেও এতে পুরো অর্থবছরের লক্ষ্যগুলো তুলে ধরা হয়েছে। সরকারের বাজেটে ঘোষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে নতুন মুদ্রানীতি।

গত অর্থবছরের তুলনায় প্রায় এক শতাংশ বাড়িয়ে চলতি অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। তবে ডিসেম্বর পর্যন্ত এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।

এদিকে, গত অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ১৫ শতাংশ থাকলেও মে পর্যন্ত অর্জিত হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসই/এএ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।