ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয় দিনের বিপিও সামিট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, জুলাই ২৯, ২০১৬
দ্বিতীয় দিনের বিপিও সামিট শুরু

ঢাকা: দ্বিতীয় দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট বাংলাদেশ-২০১৬ শুরু হয়েছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২৯ জু্লাই) রয়েছে ছয়টি সেশন।

এতে দেশি-বিদেশি বক্তারা অংশ নিচ্ছেন।

দ্বিতীয় দিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘লোকাল এক্সপেরিয়েন্স, গ্লোবাল বিজনেস’ স্লোগানকে ধারণ করে এবারের সামিট আয়োজন করা হয়েছে। এতে আইসিটি অধিদফতরের সাথে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

দেশে দ্বিতীয়বারের মতো এ সামিটের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ইইউডি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।