ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি জনবল নির্ভর শিল্প টেকসই হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বিদেশি জনবল নির্ভর শিল্প টেকসই হবে না

ঢাকা: বিদেশি জনবলের ওপর নির্ভর করে কোনো শিল্প টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
রোববার (৩১ জুলাই) বিকেলে জাতীয় জাদুঘরে এসএমই ফ্যাশন ডিজাইনারদের প্রস্তুতকৃত পোশাক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনী শুরু হয়েছে।
 
আগামী সোমবার (০১ আগস্ট) ও মঙ্গলবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনদিনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশের তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত জনবলের ৫ শতাংশ পেশাগত, ১৫ শতাংশ দক্ষ, ৩৫ শতাংশ আধা-দক্ষ এবং ৪৫ শতাংশ অদক্ষ জনবল কাজ করছে। এছাড়া এই সেক্টরে ৩৮ হাজার কারিগরি দক্ষতাসম্পন্ন এবং পণ্য বিপণনে ৩৩ হাজার দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণ এখন থেকেই নিতে হবে। কারণ অদক্ষ জনবলের ওপর নির্ভর করে কোনো শিল্প টেকসই হতে পারে না।
 
আমু বলেন, দেশে যোগ্য ও দক্ষ জনবল তৈরি করা হলে দেশের টাকা দেশেই থাকবে। পাশাপাশি বাংলাদেশ থেকে অধিক দক্ষতা সম্পন্ন জনবল বিদেশে রফতানি করা যাবে। এর ফলে আমাদের রেমিট্যান্সের পরিমাণও বাড়বে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টায় কাজ চলছে বলে জানান শিল্পমন্ত্রী।
 
প্রদর্শনীর বিষয়ে মন্ত্রী জানান, ২০১৩ সালে প্রথম এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ২২ জন প্রশিক্ষণার্থী উদ্যোক্তা অংশ নিয়েছিল, যাদের একটি বড় অংশ চুক্তিভিত্তিক উৎপাদক হিসেবে বড় বড় ফ্যাশন হাউজগুলোর সঙ্গে কাজ করছে।
 
এবারের প্রদর্শনীতে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রদর্শনী আয়োজন দেশের তৈরি পোশাক শিল্পখাতের পণ্য বৈচিত্র্যকরণের নতুনমাত্রা যোগ করবে।
 
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়া, ফ্যাশন এন্টাপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ, খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।