ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে এক মাসে রাজস্ব ঘাটতি ৮ কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ভোমরা বন্দরে এক মাসে রাজস্ব ঘাটতি ৮ কোটি টাকা

সাতক্ষীরা: ২০১৬-১৭ অর্থ-বছরের প্রথম মাসে নির্ধারিত রাজস্ব অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশন। প্রথম মাসের ঘাটতি প্রায় ৮ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৭৭৩ টাকা।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, এনবিআর ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে ২৯ কোটি ৪৬ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু প্রথম মাসে রাজস্ব অর্জিত হয়েছে ২১ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ২২৭ টাকা। এতে ৮ কোটি ১৪ লাখ ৬৫হাজার ৭৭৩ টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সানোয়ারুল কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ-বছরের প্রথম মাসের শুরু থেকে টানা নয়দিন ঈদের ছুটি থাকায় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তবে, এ ঘাটতি পরবর্তীতে থাকবে না বলে প্রত্যাশা করেন তিনি।

এছাড়া ২০১৬-১৭ অর্থ-বছরের ১২ মাসের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। আশা করা হচ্ছে চলতি মাসেই অর্থবছরের লক্ষ্যমাত্রা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।