ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেরায় জেরার মুখে মাতলুব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
জেরায় জেরার মুখে মাতলুব

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের  (জিটিসিএল) কর্মকর্তাদের জেরা করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

তিনি জিটিসিএলের কর্মকর্তাদের বলেন, ‘আপনারা উচ্চমূল্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির কথা বলে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করছেন।

এটা গ্রহণযোগ্য নয়। কারণ, এলএনজি আরও দুই বছর পরে আসবে। আর এখনই বাড়ালে তার ভার কিন্তু জনগণ বইবে না। আপনাদের যদি আমদানিতে খরচ বেশি পড়ে তাহলে আমাদের আমন্ত্রণ জানান। আমরা কম মূল্যে আমদানির ব্যবস্থা করবো’।

রোববার (০৭ আগস্ট) রাজধানীর টিসিবি ভবনের অডিটোরিয়ামে জিটিসিএলের গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত আবেদনের বিষয়ে গণশুনানিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআই সভাপতির এমন বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান তাকে উদ্দেশ্য করে বলেন, ‘এলএনজি এলে তার খরচ কতো হবে?’

উত্তরে মাতলুব আহমাদ বলেন, তিনগুণেরও বেশি।

এ আর খান বলেন, ‘ওই সময় যদি হঠাৎ করে এতো দাম বেড়ে যায়, তা কি জনগণ স্বাভাবিকভাবে নেবে?’
 
কমিশন চেয়ারম্যানের এমন প্রশ্নের জবাবে মাতলুব আহমাদ বলেন, ‘আমি এসেছিলাম জিটিসিএলকে জেরা করতে। এখন দেখি আমিই জেরার মুখোমুখি হলাম’।

চেয়ারম্যানকে উদ্দেশ্যে করে মাতলুব বলেন, ‘এতে আমি মাইন্ড করবো না। তবে আমাদের জবাব হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় জনগণের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেবেন যা জনগণের পক্ষেই যাবে। যেমনটা আমরা বিদ্যুৎ খাতে দেখেছি’।

তার এ বক্তব্যে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, এর মানে বিদ্যুতে ভর্তুকি দিয়ে বেচা হয়েছিল। এলএনজিতেও সরকার ভর্তুকি দেবে। সব জায়গায় ভর্তুকি দিলে দেশের অবস্থা কী দাঁড়াবে?’

শুনানির আয়োজন করে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে বিচারকের আসনে ছিলেন কমিশনের চেয়ারম্যান এ আর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান মুরশেদ। আর প্রস্তাবকারী পক্ষে ছিলেন জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক  মাহবুব সারওয়ার, পরিচালক (অর্থ) শরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ থেকে বাড়িয়ে ন্যূনতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে জিটিসিএল। অর্থাৎ .২১ টাকা বৃদ্ধির প্রস্তাব করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এমএফআই/এএসআর

** গ্যাসের সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাব জিটিসিএল’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।