ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি

অর্থনীতি-ব্যবসা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।  

ফিন্যান্সিয়াল সেক্টর সার্পোট প্রোজেক্টের (এফএসএসপি) অধীন দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা প্রকল্পে অংশগ্রহণকারী এ চুক্তি করেছে ব্যাংকটি।

রোববার (০৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন এফএসএসপি-এর পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, মানব সম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, ঋণ বিভাগের প্রধান হারুন-অর-রশিদ, আইডি বিভাগের প্রধান  মো. মামুনুর রশিদ মোল্লা এবং আইডি বিভাগের এভিপি মাজহারুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।