ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৪ দিনে ২ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়ায় ৪ দিনে ২ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

পাটুরিয়া ঘাট থেকে: পদ্মায় প্রবল স্রোত ও ভাঙনের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে  রো রো (বড়) ফেরি বন্ধ থাকায় যাত্রীবাহী যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক পারাপার করা যাচ্ছেনা।

ফলে ৪ দিনে এ নৌ-রুটে প্রায় ২ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।

বিআইডব্লিউটিসি’ সূত্রে জানা গেছে, প্রতিদিন উভয় ঘাট দিয়ে চার থেকে সাড়ে চার হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। ঈদের সময় এর সংখ্যা আরো বেড়ে যায়। পারের জন্য ছোট ট্রাক থেকে ১০৬০ টাকা, বড় ট্রাক ১৪৬০ টাকা, মিনিবাস ৯০০ টাকা, মাঝারি বাস ১৫১০ টাকা, বড় বাস থেকে ১৮২০ টাকা ভাড়া হিসেবে আদায় করা হয়।
 
দিনে প্রতিটি ফেরি সাধারণত ২০ থেকে ২২টি ট্রিপ দিয়ে থাকে। রো রো (বড়) ফেরি প্রতি ট্রিপে ১২টি যাত্রীবাহী কোচ, ইউটিলিটি (মাঝারি) ফেরি আটটি ও কে-টাইপ (ছোট) ফেরি ছয়টি যানবাহন পারাপার করে থাকে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, এ নৌরুটে উভয় ঘাটে প্রতিদিন ছোট-বড়   প্রায় সাড়ে চার হাজার যানবাহন পারাপার হয়ে থাকে।

এতে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকা যানবাহন পারাপারের জন্য ভাড়া হিসেবে আদায় করা হয়ে থাকে। কিন্তু গত চার দিনে ঘাটের অচল অবস্থা সৃষ্টি হওয়াতে ফেরি চলাচল করতে পারছে না। ফলে সরকার গত চার দিনে প্রায় ২ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।    

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।