ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা কনভেশনে থাকবে ‘অ্যাকুয়াফিনা’ পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বসুন্ধরা কনভেশনে থাকবে ‘অ্যাকুয়াফিনা’ পানি

ঢাকা: ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেশন সিটি (আইসিসিবি) ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের মধ্যে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুরে আইসিসিবি কনফারেন্স রুমে দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলগুলোতে যে সব অনুষ্ঠান হবে তাতে বোতলজাত পানি হিসেবে ‘অ্যাকুয়াফিনা’ পানি ব্যবহার করা হবে।

ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অব অপারেশন এম এম জসিম উদ্দিন। ট্রান্সকম বেভারেজ লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার আসরার আলম।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইসিসিবি’র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তৈয়ব, ট্রেজার‍ার ময়নাল হোসেন চৌধুরী, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান, কি অ্যাকাউন্টস ম্যানেজার আর কে ব্যানার্জি মানিক, কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ আশরাফু-উজ-জামান প্রমুখ।
 
চুক্তি স্বাক্ষর শেষে হেড অব অপারেশন এম এম জসিম উদ্দিন বলেন, ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের মধ্যে ১ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে করে আগামী এক বছর বসুন্ধরা কনভেনশন সেন্টারের হলগুলোতে যে সব অনুষ্ঠান হবে তাতে অ্যাকুয়াফিনা পানি ব্যবহার করা হবে। অ্যাকুয়াফিনা ও আইসিসিবি ভালো ব্রান্ড। আশা করি, দুই ভালো ব্রান্ড মিলে কাস্টমারদের উন্নতমানের সেবা প্রদান সম্ভব হবে।
 
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।