ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুগন্ধি ধান ক্রয়ে প্রাণ-ইরি চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সুগন্ধি ধান ক্রয়ে প্রাণ-ইরি চুক্তি

ঢ‍াকা: সুগন্ধি ধান ক্রয়ে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।

চুক্তির অধীনে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ২৫,০০ টন প্রিমিয়াম মানের সুগন্ধি ধান ক্রয় করবে প্রাণ।

প্রাণ’র পরিচালক ইলিয়াছ মৃধা ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ রাইস ভ্যালু প্রকল্পের চিফ অব পার্টি টিমোথি রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ অ্যাগ্রো বিজনেস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন ও প্রকল্পের সমন্বয়কারী ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানে টিমোথি রাসেল বলেন, এ চুক্তি প্রাণকে প্রশিক্ষিত ও সুসংহত চাষিদের কাছ থেকে উন্নতমানের সুগন্ধি ধান পেতে সাহায্য করবে।

ইলিয়াছ মৃধা জানান, উচ্চ ফলনশীল জাতের সুগন্ধি ধান চাষের মাধ্যমে কৃষকরা তাদের জীবনমানের উন্নয়ন সাধন করতে পারবেন। পাশাপাশি, তারা তাদের ফসলের ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তাও পাবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।