ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এখন থেকে সব প্রকল্প বাংলায় তৈরি করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
‘এখন থেকে সব প্রকল্প বাংলায় তৈরি করা হবে’

ঢাকা: সাধারণ জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এখন থেকে নতুন সকল প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) ইংরেজি ভাষার বদলে বাংলায় তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
রোববার (২৮ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বাস্তবায়নাধীন পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট (পিপিআরপি) সভায় এ সিদ্ধান্ত জানান তিনি।

সরকারি ক্রয় প্রক্রিয়া পর্যবেক্ষণে তৃতীয় পক্ষ অর্থাৎ নাগরিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে গঠিত সরকারি-বেসরকারি অংশীদারি কমিটির দশম এ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে।
 
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রথম থেকেই বাংলা ভাষায় প্রকল্প তৈরি করা উচিত ছিল। কেন আমরা প্রকল্প ইংরেজি ভাষায় তৈরি করেছি? এখন থেকে সকল প্রকল্পই বাংলা ভাষায় তৈরি করবো। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন সকল প্রকল্পই বাংলা ভাষায় তৈরি করা হবে। তবে বৈদেশিক অনুদান-ঋণে বাস্তবায়নাধীন প্রকল্প বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা হবে’।
 
‘বাংলা ভাষায় প্রকল্প তৈরি করলে সকল জনগণ সহজেই প্রকল্পের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। এখন দেশের সকল মানুষই সচেতন’।
 
প্রকল্প পরিচালকদের (পিডি) প্রকল্প এলাকায় থাকার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ‌‘সকল পিডি’কে প্রকল্প এলাকায় থাকতে হবে। যেসব পিডি থাকবেন না তাদের বিষয়ে তথ্য নেবে আইএমইডি। আমার অনুমতি ছাড়া কোনো পিডি ছুটি নিয়ে প্রকল্প এলাকা ছাড়তে পারবেন না’।
 
রডের বদলে বাঁশ দেওয়ার বিষয়টি সভায় উঠে এলে এজন্য ঠিকাদারদের দায়ী করা হয়।
 
ঠিকাদার প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন,  ‘কিছু কিছু ঠিকাদারের কাজের মান ভালো না। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসছে, কিছু কিছু ব্যবস্থা সিপিটিইউয়ের (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) মাধ্যমে নেওয়া হচ্ছে। এখন আর ইচ্ছা করলেই ঠিকাদাররা কাজে ফাঁকি দিতে পারবেন না। এরপর থেকে আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করবো’।
 
আইএমইডি’র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক সভায় উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকসহ অন্যান্য সরকারি সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীরা সভায় অংশ নেন।

সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিটিইউ'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফারুক হোসেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।