ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি’র সঙ্গে এনবিএল’র চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
রবি’র সঙ্গে এনবিএল’র চুক্তি

ঢাকা: রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

বুধবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে করপোরেট পোস্টপেইড সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট নামক চুক্তি স্বাক্ষর হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী ও রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ ও আব্দুস সোবহান খান এবং রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার এনায়েতুল করিম, কী অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দা ফারজানা মায়িশা এবং ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।