ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানার মোটরসাইকেল-যন্ত্রাংশ অনলাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
রানার মোটরসাইকেল-যন্ত্রাংশ অনলাইনে

ঢাকা: রানার মোটরসাইকেল ও সব পার্টস এখন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। রানার অটোমোবাইলস লিমিটেড ও ফস্টার পেমেন্টস এর মধ্যে এক চুক্তির ফলে এ ব্যবস্থা চালু হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষে এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ফস্টার পেমেন্টসের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জামান বাহাদুর খান চুক্তিতে স্বাক্ষর করেন।

তারা বলেন, এই চুক্তির ফলে রানার মোটরসাইকেলসহ সব যন্ত্রাংশ ফস্টার পেমেন্টে অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকার‍াবদ্ধ। এখন থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা রানারের পণ্য সহজে ক্রয় করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানার অটোমোবাইলস লিমিটেডের নির্বাহী পরিচালক মুকেশ শর্মাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।