ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের উন্নয়নে ডিএসইর সঙ্গে শীর্ষ ব্রোকারদের বৈঠক বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
পুঁজিবাজারের উন্নয়নে ডিএসইর সঙ্গে শীর্ষ ব্রোকারদের বৈঠক বুধবার

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদের সঙ্গে বাজার সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্রোকারেজ হাউজগুলোর এমডি ও সিইওরা বৈঠক করবে।

বুধবার (অক্টোবর ০৫) ডিএসই’র বোর্ড রুমে বিকেল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুঁজিবাজারকে গতিশীল রাখাতে করণীয় এবং ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান।
 
এদিকে টানা ছয় বছর আস্থা ও তারল্য সংকটে থাকা পুঁজিবাজার গত দু’মাস ধরে স্থিতিশীল পথে হাঁটছে। এর ফলে ব্যক্তি বড় বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ করছেন। ফলে কমছে আস্থা ও তারল্য সংকট। প্রতিনিয়তই বাড়ালে লেনদেন। যোগ হচ্ছে বিনিয়োগকারীদের হারানো পুঁজি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।