ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এ কে এম ফজলুল হকের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এ কে এম ফজলুল হকের পদোন্নতি এ কে এম ফজলুল হক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হক মিঞা সম্প্রতি নির্বাহী পরিচালক (বিশেষায়িত) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ইতিপূর্বে তিনি নির্বাহী পরিচালক (বিশেষায়িত) হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।

 

ফজলুল হক ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগে যোগ দেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, তুরস্ক ও ভারত সফর করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই ব্যাংক কর্মকর্তা।
 
১৯৬৫ সালে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার অন্তর্গত আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক মিঞা। তিনি মরহুম আব্দুল জব্বার মিঞার কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।