ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন মাস পর আইডিআরএ’র বোর্ড সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
তিন মাস পর আইডিআরএ’র বোর্ড সভা

ঢাকা: নিয়ম অনুসারে প্রতি মাসে অন্তত একটি বোর্ড সভা করার কথা থাকলেও সাড়ে তিন মাস পর এই সভা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (১০ অক্টোবর) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম শেফাক আহমদের সভাপতিত্বে আইডিআরএ’র বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আইডিআর’র চার সদস্য আব্দুল কুদ্দুস খান, যুবের আহমেদ খান, সুলতান -উল-অাবেদিন মোল্লা এবং মুরশিদ আলম উপস্থিত ছিলেন।

সভায় বিমা খাতের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের চলতি বছরের ৩০ জুন সদস্যদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা না হওয়ার ফলে লাইফ ও নন-লাইফ কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ে নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় কর্তৃপক্ষের কর্মকর্তারা কাজবিহীন অলস সময় পার করেছেন। অথচ বিমা আইনের ১৩ ধারার (২) বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নিধারিত হইবে। ’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্য বাংলানিউজকে বলেন, সদস্যদের ইচ্ছা থাকা সত্ত্বেও কেবল চেয়ারম্যানের দায়িত্বহীনতা ও খামখেয়ালির কারণে প্রতিষ্ঠানের বোর্ড সভা হয়নি। ফলে বিমা খাতের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। যা বিমা খাত ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য ক্ষতিকর।
 
বিষয়টি জানতে চাইলে আইডিআরএ’র সদস্য ও মুখপাত্র যুবের আহমেদ খান বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে আইডিআরএ’র বোর্ড রুমে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়ম অনুসারে প্রতিমাসে একটি করে বোর্ড সভা করার কথা থাকলেও তা না করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
 
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
 এমএফআই/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।