ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্ণফুলী টানেলসহ ৬ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
কর্ণফুলী টানেলসহ ৬ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা: বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ছয়টি বড় প্রকল্পের ভিত্তি প্রস্তর উন্মোচন করেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তারা।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামে কর্ণফুলী মাল্টিলেন টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট, গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার, পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট থারমাল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াটের থারমাল বিদ্যুৎকেন্দ্র, সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

এর আগে সফররত চীনা প্রেসিডেন্ট বেলা ৩টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কার্যালয়ের টাইগার গেটে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পরে শি জিনপিং ও শেখ হাসিনা একান্ত বৈঠকে মিলিত হন। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপাক্ষিক বৈঠকের পর উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর উন্মোচন করা হয়।

পরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, জঙ্গিবাদ, অবকাঠামো, মেরিটাইম, তথ্যপ্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমইউএম/টিআই
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।