ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নুরুল মতিন স্মারক বক্তৃতা দেবেন ডি রাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নুরুল মতিন স্মারক বক্তৃতা দেবেন ডি রাও

ঢাকা: এবার নুরুল মতিন স্মারক বক্তৃতা দেবেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই-এর (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া) সাবেক গভর্নর ডি রাও।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে এ বক্তৃতা দেবেন তিনি।



‘ব্যাংকিংয়ে নৈতিকতা বিষয়ে ত্রয়োদশ নুরুল মতিন স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে বিআইবিএম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএমের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠ‍ানে স্বাগত বক্তব্য দেবেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

এর আগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডি রাও বৈঠক করবেন বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময়: ২১৩০ঘণ্টা, অক্টোবর: ২৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।