ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় পণ্যের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় পণ্যের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (ইউএসএফডিএ) পক্ষ থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে হৃদরোগ সংক্রান্ত ওষুধ বেটাপেস এর জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লোরাইড উৎপাদনের প্রাথমিক অনুমোদন (এএনডিএ) দেওয়া হয়েছে।
 
গত বছরের জুনে কার্ভেডিলল (হার্টফেল ও হাইপারটেনশনের জন্য) ওষুধ উৎপাদনের অনুমোদন লাভের পর দ্বিতীয় পণ্য হিসেবে সোটালোল উৎপাদনের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা।

সোমবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।  

এ অনুমোদন লাভের ফলে বেক্সিমকো ফার্মা বিভিন্ন মাত্রার (৮০ মি. গ্রা., ১২০ ও ১৬০ মি.গ্রা) সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে টেভা, কোয়ালিটেস্ট, অ্যাপোটেক্স এবং স্যানডোজ নামে চারটি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট রয়েছে।

এ বিষয়ে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, আমাদের দ্বিতীয় পণ্য ইউএসএফডিএ’র এএনডিএ অনুমোদন লাভ করায় আমরা আনন্দিত। সোটালোল পুরোপুরি আমাদের ইন হাউজ প্রোডাক্ট। সক্ষমতা বৃদ্ধি, রিসার্চ ও ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি স্কিলসহ আমাদের চলমান উন্নতির বহিঃপ্রকাশ এ অনুমোদন।  

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কার্ভেডিলল রপ্তানি করে আসছি,  আমি  দৃঢ়ভাবে বিশ্বাস করি  এ অনুমোদন এবং আরও অনেক ওষুধ যেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে সেগুলো বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।