ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরের নর্থবেঙ্গল সুগারমিলে আখ মাড়াই শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নাটোরের নর্থবেঙ্গল সুগারমিলে আখ মাড়াই শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ২০ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের গোপালপুর নর্থ-বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু কার্যক্রম হয়েছে।  

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ ( লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, সচিব মাহবুবুর রহমান, মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ, মিলের মহাব্যবস্থাপক(প্রশাসন) রাকিবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রব সরকার ও সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ।

পরে মিল চত্বরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মিলের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, চলতি মৌসুমে ১৪৭ কার্য দিবসে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ মেটিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

আর চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৮.২৫ শতাংশ। এ বছর মাঠে ২১ হাজার ২৮৮ একর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব জমিতে আবাদ হয়েছে ২ হাজার ৩৩৮ একর এবং আখ চাষিদের ১৮ হাজার ৯শ’ আখের আবাদ হয়েছে। এ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৬৮৯ মেট্রিক টন আখ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।  এছাড়া নর্থ বেঙ্গল চিনিকল এলাকার প্রায় ৭ হাজার কৃষককে ৭ কোটি টাকার ইক্ষু ঋণ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, গত মৌসুমে ১ লাখ ৬৮ হাজার টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৩৫ টন চিনি উৎপাদন করে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছিল। তবে চলতি মৌসুমে চিনিকলটি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।