ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংকের চলতি, সঞ্চয়ী হিসাব, মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং সেলস টিমের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী।

কর্মশালায় ব্যাংকের কনজুমার অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের ১৪৫ জন কাসা সেলস অ্যাক্সিকিউটিভ, মোবাইল ব্যাংকিং বিভাগের ৭০ জন টেরিটরি অফিসার, ম্যানেজার এবং কার্ড ডিভিশনের ১১ জন মার্কেটিং অফিসারসহ মোট ২২৬ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, মোহাম্মদ ইছমাইল, জি ডব্লিউ এম মোর্তজা, মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রফিকুল হক ভূঁইয়া, কার্ড ডিভিশনের প্রধান মো. আবু সাকিন ও কনজুমার ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসই/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।