ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে ফের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে ফের ধর্মঘট ছবি: জিএম মুজিবর

ঢাকা: ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধ এবং প্যাকেজ ভ্যাচ পূর্বের ন্যায় পুনর্বহালের দাবিতে আবারও ধর্মঘট, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপম্যান্ট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২ নভেম্বর) সকালে তোপখানা রোডে বিএমএ ভবনের সামনে ব্যবসায়ী ঐক্য ফোরামের সহযোগী এই সংগঠনটি মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ভ্যাট আইনে হয়রানির শিকার হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে করে বড় ধরনের ক্ষতি গুণতে হবে তাদের।

এ সময় প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবি জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, আমরা যদি ১৫ শতাংশ ভ্যাট দেই তাহলে এর প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর। সেক্ষেত্রে সরকার প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়ালে আমাদের কোনো আপত্তি নেই।

দাবি মেনে না নিলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুমকি দেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল হুদা, নির্বাহী সদস্য মো. আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

এছাড়াও একই সময়ে গুলশান, টিকাটুলি, মিটফোর্ড, নিউমার্কেটসহ রাজধানীর বেশ কয়েকটি মার্কেট বন্ধ করে মানববন্ধন করে ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতা-কর্মীরা।

চলতি বছরের পহেলা জুলাই বাজেটে নতুন ভ্যাট আইন প্রস্তাব করা হয়। এর আগে থেকেই এই আইনের বিরোধিতা করে আসছিলো দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

এ নিয়ে বেশ কয়েকবার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এফবিসিসিআই’র নেতা-কর্মীরা। বৈঠকে ভ্যাট আইন শিথিল করা হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

বাংলদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেডএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।