ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় ৪ রুটে ৮টি বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
আয়কর মেলায় ৪ রুটে ৮টি বাস ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা উপলক্ষে রাজধানীর চারটি রুটে আটটি ফি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের মেলা প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বেইলি রোড, মিরপুর ও উত্তরা রুটে এ বাস চলাচল করছে।

বুধবার (২ নভেম্বর) থেকে এ বাস সার্ভিস চালু করেছে এনবিআর। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলাকালে এ সার্ভিস চালু থাকবে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া আয়কর মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। এ মেলা ঢাকা ছাড়াও চলছে সব বিভাগীয় ও জেলা শহরে। তবে জেলা শহরে মেলা চলবে চারদিন।

মেলা বসেছে বেশ কিছু উপজেলায়ও। এরমধ্যে ২৯ উপজেলায় চলবে দু’দিন এবং ৫৭ উপজেলায় হচ্ছে একদিন (ভ্রাম্যমাণ)।

এদিকে, রাজধানীতে মেলার দ্বিতীয় দিনে সব শ্রেণী-পেশার মানুষের ভিড় লেগেছে। বিশেষ করে আয়কর মেলাকে ঘিরে আগ্রহ বেড়েছে তরুণ-তরুণীদের ।

**আয়কর মেলায় প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬

এমআইএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।