ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ৪ দিনে ৭৫ লাখ টাকা কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ফেনীতে ৪ দিনে ৭৫ লাখ টাকা কর আদায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে আয়োজিত আয়কর মেলার চতুর্থ দিনে ৭৫ লাখ ২০ হাজার ৪২৩ টাকা আদায় করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আয়কর পরিদর্শক শিপন পাল।

তিনি জানান, চার দিনব্যাপী আয়কর মেলায় ৫০৮টি নতুন ইটিএন প্রদান করা হয়। মেলায় মোট তিন হাজার ৭১৭ জন সেবা গ্রহণ করেন।

ফেনীর সার্কেট-৮ এর সহকারী কর কমিশনার দিপল ত্রিপুরা জানান, মেলার প্রথম দিন বুধবার ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে কর আদায় হয় ৮ লাখ ১৮৯ টাকা। বৃহস্পতিবার আদায় হয় ৮ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা, শুক্রবার ৯ লাখ ৭৪ হাজার ৪৫১ টাকা, শনিবার ৪৮ লাখ ৯৩ হাজার ১১৫ টাকা ও রোববার মেলার শেষ দিন ভ্রাম্যমাণ সেবা দিয়ে কর আদায় হয় প্রায় ১০ হাজার টাকা।

এছাড়া বুধবার ৪০৭ জন, বৃহস্পতিবার ৪৭০ জন, শুক্রবার ৬১৩ জন, শনিবার ২ হাজার ৩৯ জন ও রোববার ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমে সেবা নেন ১৮৮ জন। এর আগে বুধবার ফেনীতে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিন উল আহসান।

কুমিল্লা অঞ্চলের যুগ্ম-কর কমিশনার আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।