ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান-রূপালী ব্যাংক চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান-রূপালী ব্যাংক চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। 

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষে সচিব মো. ইউনুসুর রহমান এবং ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।  

এ সময় অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।